চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্যানেল মেয়র নির্বাচন স্থগিত করা হয়েছে। কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টুর মৃত্যুর কারণে এই প্যানেল মেয়র নির্বাচন স্থগিত করা হয়। আজ বৃহস্পতিবার (১৮ মার্চ) সকাল ১১টায় চট্টগ্রাম সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে প্যানেল মেয়র নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।