৩৫ বছর বয়সে নেপাল থেকে নিখোঁজ হয়েছিলেন দেশটির ইলাম শহরের বাসিন্দা দীপক যোশী। বহুদিন খোঁজাখুঁজির পরও সন্ধান না পেয়ে দীপকের পরিবার হিন্দুশাস্ত্র অনুযায়ী তাঁর ‘পারলৌকিক কাজ’ সম্পন্ন করে।
তবে দীপক ঠিকই বেঁচে আছেন। নিখোঁজ হওয়ার পর থেকে দীর্ঘ ৪০ বছর ধরে বিনা বিচারে ভারতের কলকাতার দমদম কারাগারে বন্দী ছিলেন তিনি। সম্প্রতি এক নেপালি নাগরিকের খবরের খোঁজে সেখানে গিয়ে সাংবাদিকেরা খোঁজ পান এই দীপকের। এরপর তাঁকে নিয়ে বিস্তারিত প্রতিবেদন ছাপে কলকাতার দৈনিক ‘এই সময়’ পত্রিকা। খবরটি প্রকাশের পর শুরু হয় হইচই। খোঁজ নেওয়া হয় কলকাতায় নেপালি দূতাবাসে। সেখান থেকেও জানা যায়, দীপক হারিয়ে যাওয়া সেই নেপালি নাগরিক।