গ্রামে গ্রামে ঘুরে ভিক্ষা করে সংসার চলে নালাকী বেওয়ার। মানুষজনের নানা মন্তব্য তাঁকে অনেক সময় কষ্ট দিলেও বিকল্প কাজ না থাকায় তা ছাড়তে পারছিলেন না তিনি। ইচ্ছে থাকলেও এত দিন কোনো সহযোগিতাও মেলেনি তাঁর। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আজ বুধবার জেলা প্রশাসন তাঁকে ডেকে ভিক্ষার বদলে উপহার হিসেবে ধরিয়ে দেয় একটি গাভি। এমন উপহার পেয়ে বেজায় খুশি তিনি।
৬০ বছর বয়সী নালাকী বেওয়ার বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার তেওয়ারিগাঁও গ্রামে। শুধু নালাকী নন, তিনিসহ উপজেলার আরও ১০০ জন পেয়েছেন গাভি উপহার। জেলা প্রশাসনের উদ্যোগে জেলার ৬১টি সরকারি দপ্তর, বেসরকারি উন্নয়ন সংস্থা ও জনপ্রতিনিধিরা তালিকাভুক্ত ভিক্ষুকদের বকনা বাছুর, চাল, ডাল, তেলসহ শুকনা খাবার ও মিষ্টান্নের খরচ বহন করেন।