সারাহ এভারার্ডের হত্যা লন্ডনে নতুন করে নারীর বিরুদ্ধে সহিংসতা ও হয়রানির ঘটনায় বিতর্কের জন্ম দিয়েছে৷ জার্মানিতে এক তরুণী ‘ক্যাটকল আইন’ প্রণয়নের জন্য প্রচারণা শুরু করেছেন৷
‘হে! ব্লন্ডি,’ ‘বেবি এদিকে এসো’ এ ধরনের মন্তব্য, সিটি দেয়া বা অশ্লীল অঙ্গভঙ্গিকে অনেক পুরুষ এখনো প্রশংসা হিসেবে দেখে৷ অথচ একজন নারীর জন্য এটা হয়রানি৷ ক্যাটকলিং হলো অপরিচিত নারীদের প্রতি যৌন ইঙ্গিতপূর্ণ এবং বাজে মন্তব্য করা, যা রাস্তাঘাটে এবং ইন্টারনেটে হরহামেশাই ঘটছে৷ আর জার্মানিতে এজন্য কোন শাস্তি নেই৷