হবিগঞ্জের চুনারুঘাটের মুহুরী ছড়ায় জব্ধকৃত ১ লাখ ঘনফুট বালু নিলামে অনিয়মের অভিযোগ উঠেছে। কয়েকবার নিলাম দিয়ে সর্বশেষ ১০ ফেব্রুয়ারি ১৯ লাখ টাকায় ইজারা নেন জিতু মিয়া নামে এক ব্যাক্তি। ১০ দিনের মধ্যে ইজারাকৃত বালু অপসারণ করার সিদ্ধান্ত দেন সহকারী কমিশনার (ভুমি) মিল্টন চন্দ্র পাল। কিন্তু রহস্যজনক কারণে ইজারা পাওয়ার ৩০ দিনেও কার্য্যাদেশ নেননি জিতু মিয়া।
কার্য্যাদেশ না নিয়েই অবৈধভাবে প্রতিদিন লাখ লাখ টাকার বালু নিয়ে যাওয়ার সময় (১৬ মার্চ) মঙ্গলবার এলাকাবাসী ১০/১২ টি বালুর ট্রাক্টর আটক করেন এবং স্থানীয় সংবাদকর্মীদের খবর দিলে তারা পুরো বিষয়টি অবলোকন করেন।