জি৭ দেশগুলির মধ্যে জাপানই একমাত্র দেশ, যেখানে সমলিঙ্গের বিয়ে পুরোপুরি স্বীকৃত নয়। তবে জাপানের একটি জেলা আদালত সমলিঙ্গের বিয়ে নিয়ে বলেছে, এই ধরনের বিয়ে না মানাটাই অসাংবিধানিক। এই মামলাটি করেছিলেন গে ও লেসবিয়ান সম্প্রদায়ের ছয় জন। এই রায়ে তারা উল্লসিত।