নিশ্চিতভাবে এর একটাই উত্তর, মুক্তিযোদ্ধা হতে না পারা। আমি হয়ত চাইলে অনেক কিছুই হতে পারতাম, হতে পারব। কিন্তু আমার আর কখনোই মুক্তিযোদ্ধা হওয়া হবে না। আমি জন্মেছি একটা স্বাধীন দেশে। প্রথম শ্বাস নিয়েছি মুক্ত বাতাসে। জন্মের পর আমার ফুসফুস যাতে মুক্ত অক্সিজেন পায়, সেজন্যই তো মুক্তিযুদ্ধ। সব ভেদাভেদের বেড়া ডিঙিয়ে দেশের আপামর মানুষ আগে পিছে কিছুই না ভেবে ঝাঁপিয়ে পড়েছিল একটা অসম যুদ্ধে। বিশ্বের অন্যতম সেরা, প্রশিক্ষিত সেনাবাহিনীর বিরুদ্ধে।