১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের মধুমতী নদীর তীরের এক নিভৃত গ্রাম টুঙ্গিপাড়ায় শেখ লুত্ফর রহমান ও সায়েরা খাতুনের ঘরে জন্ম নিয়েছিলেন এক পরিবারের প্রথম বালক। নাম রাখা হয়েছিল শেখ মুজিবুর রহমান। মা-বাবার কাছে শেখ মুজিব হলেন ‘খোকা’। বাড়ির বড় ছেলে বলে আদরটা একটু বেশি। সেই আদরের নামই খোকা। সেই খোকাকে নিয়ে পরিবারের কতই না স্বপ্ন।