সাবেক মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা বলেছেন, ব্রিটিশ রাজবধূ মেগান মার্কেল তাঁর অনাগত সন্তানকে নিয়ে ব্রিটিশ রাজপরিবারের একজন সদস্যের মন্তব্যের বিষয়ে যে তথ্য তুলে ধরেছেন, তা হৃদয়বিদারক। তিনি আশা করছেন, মেগানের এই অভিজ্ঞতা সারা বিশ্বের জন্য শিক্ষণীয় হয়ে থাকবে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ব্রিটিশ রাজপরিবারের অন্দরের নানা ঘটনা প্রকাশ্যে এনে প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলের সাক্ষাৎকার বিশ্বজুড়ে আলোড়ন তুলেছে। এ দুজন রাজপরিবারের একজন সদস্যের বিরুদ্ধে তাঁদের সন্তানকে নিয়ে বর্ণবাদী মন্তব্যের অভিযোগ তোলেন। ৭ মার্চ যুক্তরাষ্ট্রে সিবিএস টিভিতে হ্যারি-মেগানের সাক্ষাৎকারটি প্রচারিত হয়।