রবীন্দ্রনাথ আর আমি প্রেম কাকে বলে ভালো জানিনি : কবির সুমন
প্রকাশিত: ১৬ মার্চ ২০২১, ১৮:১৫
‘বিক্ষোভে বিপ্লবে তোমাকে চাই/ ভীষণ অসম্ভবে তোমাকে চাই’.... এমন বিখ্যাত সব গানের বাণীকার ও শিল্পী বলছেন, ‘সত্যি প্রেম যে জানে, সে ভালো প্রেমের গান লিখতে পারে না। আমার কেমন ধারণা, রবীন্দ্রনাথ আর আমি প্রেম কাকে বলে ভালো জানিনি। ওই জন্য দুজনেই ভালো প্রেমের গান লিখেছি। আমার গানে যে প্রেম অভিব্যক্ত হয়েছে, সেটা লেখার ক্ষমতার জন্য।’ তাহলে কি ওপার বাংলার কিংবদন্তি সংগীত তারকা কবির সুমন সত্যিই প্রেম জানেন না?
২০১৮ সালে এমন প্রশ্নে ভারতের বিখ্যাত ফ্যাশনবিষয়ক সাময়িকী ফেমিনাকে কবির সুমন বলেছিলেন, “প্রেমে সকলেই পড়ে, আমিও পড়েছি, হয়তো এখনও পড়ি। সমর সেনের একটা কবিতা আছে, ‘যৌবনের প্রেম শেষ প্রবীণের কামে/ বছরদশেক পরে যাব কাশীধামে’। বড় সত্যি কথা। প্রেম বোধহয় যৌবনে থাকে। বয়সকালে আর প্রেম হয় না।”