উপাচার্যের বিরুদ্ধে ১০১ অনিয়মের অভিযোগ তুলে শিক্ষকের প্রতীকী অনশন
প্রকাশিত: ১৬ মার্চ ২০২১, ১৮:২৮
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম রোস্তম আলীর বিরুদ্ধে ১০১টি অনিয়মের অভিযোগ তুলে আজ মঙ্গলবার সকালে এক শিক্ষক প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ কর্মসূচি পালনকারী ওই শিক্ষকের নাম এম আবদুল আলীম। তিনি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরেই আবদুল আলীম উপাচার্যের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে আন্দোলন করছেন। এর আগেও তিনি প্রশাসনিক ভবনের সামনে একক প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছেন। এরই ধারাবাহিকতায় আজ সকাল ১০টার দিকে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেন। ফটকে ব্যানার ঝুলিয়ে চেয়ারে বসে অনশন কর্মসূচি শুরু করেন। টানা দুই ঘণ্টা একক অবস্থানের পর দুপুর ১২টার দিকে তিনি সেখান থেকে চলে যান।