এইসময়ে দায়মুক্তি দিয়ে থাকলে কেন তাদের দায়মুক্তি দেওয়া হয়েছে এবং দায়মুক্তিপ্রাপ্তদের নাম, ঠিকানাসহ তালিকা আগামী ১১ এপ্রিলের মধ্যে জমা দিতে বলা হয়েছে। এছাড়া সাধারণ বীমা করপোরেশনে ১০ বছর ধরে জালিয়াতি এবং ২৬ কোটি টাকা আত্মসাতের যে অভিযোগ, সে বিষয়ে সংস্থাটির অবস্থান কী, তা জানতে চেয়েছেন হাইকোর্ট। এছাড়া বীমা কর্তৃপক্ষকে লিখিতভাবে ১১ এপ্রিলের মধ্যে তা জানাতে বলা হয়েছে।