কচুরীপানা দিয়ে তৈরি নানা সামগ্রী যাচ্ছে বিদেশে!

কালের কণ্ঠ প্রকাশিত: ১৫ মার্চ ২০২১, ২১:৩৬

কচুরিপানা দেখলেই অনেকে গেয়ে ওঠেন সেই বিখ্যাত গান ‘থাকিলে ডোবা খানা হবে কচুরিপানা'। যারা খাল-বিল ও পুকুর নদীতে জন্ম নেওযা কচুরীপানাকে অপ্রয়োজনীয়, পচনশীল উদ্ভিদ এবং মশক উৎপাদন কেন্দ্র বলে মনে করেন তারা নিশ্চিত অবাক হবেন যদি শোনেন ৫০ টাকা কেজি দামে গাইবান্ধায় প্রতি কেজি কচুরিপানা বিক্রি হয়।

শুকনো কচুরিপানার ডাটা দিয়ে তৈরি নানা সামগ্রী রপ্তানি হয় বিদেশে। এই খবরটিও তাদের কাছে হবে একবারে নতুন। অথচ বাস্তবে তাই ঘটেছে। গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিযনের মদনের পাডা গ্রামের যুবক সুভাষ চন্দ্র বর্মন এই নতুন খবরের রূপকার। তার কীর্তি এখন লোকের মুখে মুখে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us