অ্যামাজনে এলজিবিটিকিউদের মানসিক অসুস্থ বলা বইয়ের স্থান নেই
প্রকাশিত: ১৫ মার্চ ২০২১, ১৮:৩২
এলজিবিটিকিউ ব্যক্তিদের মানসিকভাবে অসুস্থ হিসেবে দেখায় এমন কোনো বই অ্যামাজন বিক্রি করবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান সিনেটরদের এক চিঠির জবাবে নিজের অবস্থান পরিষ্কার করেছে বই বিক্রিতে বিশ্বের সবচেয়ে বড় প্রতিষ্ঠানটি।
লেখক রায়ান টি. অ্যান্ডারসনের ‘হেয়েন হ্যারি বিকেইম স্যালি: রেসপন্ডিং টু দ্য ট্রান্সজেন্ডার মুভমেন্ট’ বইটির কোনো প্রিন্ট, ই বুক বা অডিও বুক কেন সাইটটিতে পাওয়া যাচ্ছে না, এমন প্রশ্নের জবাবে অ্যামাজন তার অবস্থান জানায় বলে উঠে এসেছে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে।