স্থানীয় সরকার নির্বাচনের পর লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। দলের স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এর আগে দলটি স্থানীয় সরকারের পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত জানিয়েছিল।
আগামী ১১ এপ্রিল লক্ষ্মীপুর-২ আসনের (রায়পুর এবং সদর উপজেলার কিছু অংশ) উপনির্বাচন হবে। মানব ও মুদ্রা পাচারের দায়ে কুয়েতের আদালতে দণ্ডিত কাজী শহিদ ইসলাম ওরফে পাপুল সংসদ সদস্য পদ হারানোয় আসনটি শূন্য হয়।