জাল টাকার মামলায় সাহেদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু
প্রকাশিত: ১৫ মার্চ ২০২১, ১৮:১৫
জাল টাকা উদ্ধারের মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদসহ দুজনের বিরুদ্ধে আজ সোমবার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। ২৫ মার্চ সাক্ষ্য গ্রহণের পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. রবিউল আলম।
ওই আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) সালাহউদ্দিন হাওলাদার প্রথম আলোকে বলেন, জাল টাকা উদ্ধারের মামলার বাদীসহ চারজন আদালতে সাক্ষ্য দিয়েছেন। তাঁরা হলেন মামলার বাদী র্যাব-১–এর কর্মকর্তা মজিবুর রহমান, সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সানাউল্লাহ, সিপাহী আনিছুর রহমান ও ল্যান্সনায়েক মো. নুরুল হক।