প্রাথমিকের উপবৃত্তির তথ্য এন্ট্রিতে আরও ১০ দিন সময় বাড়ল
প্রকাশিত: ১৫ মার্চ ২০২১, ১১:৪৭
প্রাথমিকের উপবৃত্তি বিতরণে ডাটা এন্ট্রির সময় আরো বাড়ানো হয়েছে। নগদে উপবৃত্তি সংক্রান্ত ডাটা প্রধান আরো ১০ দিন সময় বাড়ানো হয়েছে। নানা জটিলতায় তালিকা থেকে বাদ পড়া শিক্ষার্থীরা আজ (সোমবার) সকাল থেকে ডাটা এন্ট্রি করতে পারবে বলে জানা গেছে।
উপবৃত্তি প্রকল্প সূত্রে জানা গেছে, ২০২০-২১ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর ও অক্টোবর-ডিসেম্বর কিস্তির সুবিধাভোগীর ডাটা এন্ট্রির জন্য নগদ পোর্টাল উন্মুক্ত করা হয়েছে। শিক্ষার্থীরা প্রথম কিস্তির ডাটা এন্ট্রির পর দ্বিতীয় কিস্তির ডাটা চালু হবে।