বিশ্বে নগরসভ্যতা দীর্ঘপথ অতিক্রম করে বর্তমান পর্যায়ে পৌঁছেছে। উন্নত বিশ্বে নগরসভ্যতা অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নকে শীর্ষ অবস্থানে নিয়ে যেতে মূল চালিকাশক্তি বা নিয়ামক হিসেবে অবদান রেখে চলেছে। খ্রিস্টপূর্ব তৃতীয় বা চতুর্থ শতাব্দীতেই এখানে পুণ্ড্রনগরের (বর্তমানে মহাস্থানগড় নামে পরিচিত) মতো নগর গড়ে উঠেছিল। দীর্ঘ ইতিহাস থাকা সত্ত্বেও মোট জনসংখ্যার তুলনায় সরকারিভাবে সংজ্ঞায়িত নগরকেন্দ্রগুলোতে বসবাসকারী জনগোষ্ঠীর অনুপাত বিবেচনায় বাংলাদেশ বর্তমান বিশ্বের স্বল্পতম নগরায়িত দেশগুলোর অন্যতম।