Bengal Polls: নির্বাচনের ‘অগ্নিপথ’-এ মিঠুনকে নামাতে মরিয়া বিজেপি, ‘ফাটাকেষ্ট’-ও কি এমএলএ হতে চাইছেন
প্রকাশিত: ১৫ মার্চ ২০২১, ১০:২৫
বিজেপি চাইছে এটা স্পষ্ট। কিন্তু মিঠুন চক্রবর্তী চাইছেন কি? অস্পষ্ট এখনও। তবে নানা সূত্রেই ইঙ্গিত মিলছে, শুধু প্রচারের মুখ না হয়ে তিনি শেষ পর্যন্ত পদ্মের প্রার্থী হতে পারেন। দলের সর্বোচ্চ নেতৃত্ব চাইছে ‘মহাগুরু’ মিঠুনদা প্রার্থী হন। বিজেপি সূত্রে খবর, শনিবার দিল্লিতে প্রার্থী তালিকা নিয়ে আলোচনায় বারবার উঠেছে মিঠুনের নাম। কিন্তু কী চাইছেন বাঙালি সুপারস্টার নিজে? তাঁর সঙ্গে সরাসরি কথা বলা না গেলেও তাঁর ঘনিষ্ঠরা জানাচ্ছেন, ইতিমধ্যেই ‘দাদা’ মুম্বই চলে গিয়েছেন। ছবির ‘ফাটাকেষ্ট’ যে ‘এমএলএ’ হতে রাজি তার ইঙ্গিত এই চলে যাওয়ার মধ্যেই রয়েছে বলে দাবি বিজেপি শিবিরের একাংশের।
তৃণমূলের প্রাক্তন রাজ্যসভা সাংসদ অবশ্য কোনও দিন নির্বাচনের ‘অগ্নিপথ’-এ পা রাখেননি। এ বার সেটাই করতে চাইছে গেরুয়াশিবির। বিজেপি সূত্রে খবর, এখনও পর্যন্ত মিঠুন বাংলার ভোটার নন। কিন্তু বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে গেলে সংশ্লিষ্ট রাজ্যের ভোটার লিস্টে নাম থাকাটা জরুরি। কিন্তু সংশোধিত ভোটার লিস্ট প্রকাশের পরে নির্বাচন পর্ব শুরু হয়ে গেলে কি সেটা আর সম্ভব? নির্বাচন বিশেষজ্ঞ বিশ্বনাথ চক্রবর্তীর বক্তব্য, ‘‘কমিশনের নিয়ম অনুযায়ী এখনও ভোটার হওয়ার সময় রয়েছে। তবে সেটা হতে হবে যে এলাকার ভোটার তিনি হবেন সেখানকার নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশের আগে।’’