You have reached your daily news limit

Please log in to continue


স্বীকারোক্তি

আরও এক বার ‘ডবল ইঞ্জিন’-এর তত্ত্ব শুনাইয়াছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রে ও রাজ্যে একই দলের সরকার থাকিলে তাহারা পরস্পরের সহিত সহযোগিতা করিবে, এবং উন্নয়নের মহাসড়কে রাজ্য দ্রুত অগ্রসর হইবে, ইহাই এই তত্ত্বের মূল প্রতিপাদ্য। প্রধানমন্ত্রীর তত্ত্বের দার্শনিক সারবত্তা বিচারের পূর্বে তাহার ফলিত প্রয়োগটি দেখা বিধেয়। একটি উদাহরণই যথেষ্ট— উত্তরপ্রদেশ। সে রাজ্যে গত চার বৎসর যাবৎ বিজেপির শাসন। কেন্দ্রেও বিজেপির সরকার। কিন্তু, উন্নয়নের মাপকাঠিতে রাজ্য অগ্রসর হইয়াছে, এমন কথা বলিবার উপায়মাত্র নাই।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন