দীর্ঘ সময়ের জন্য শাসিত এ ভারতীয় উপমহাদেশের স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশ আলাদা মানচিত্র অর্জন করে ১৯৭১ সালে। ১৯৪৭ সালে ভারত-পাকিস্তান বিভাজনের পর পাকিস্তানের অংশ হিসেবে তৎকালীন পূর্ব পাকিস্তান চরমভাবে শাসিত হয়েছে দীর্ঘ ২৪ বছর। এ সময়টাতেই বাংলার মানুষ সবচেয়ে বেশি অধিকার বঞ্চিত হয়েছে। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বিজয়ের পর একটি যুদ্ধবিধ্বস্ত স্বাধীন দেশের অর্থনৈতিক কাঠামো প্রণয়ন ছিল অন্যতম চ্যালেঞ্জ।