প্রমিথিউস ব্যান্ডের বিপ্লবের গাওয়া ‘চান্দের বাত্তির কসম লইয়া’, ‘দন্ত–ন না মূর্ধ–ন, কোনটা আসল মন’, আর্ক ব্যান্ডের হাসানের গাওয়া ‘লাল বন্ধু নীল বন্ধু’ এবং লোকগানের শিল্পী মমতাজের গাওয়া ‘নান্টু ঘটক’ গানের প্রসঙ্গ এলেই একটি নাম চলে আসে, তিনি আরমান খান।
এমন আরও অনেক শ্রোতাপ্রিয় গানের সুর ও সঙ্গীতায়োজন করেছেন তিনি। প্রখ্যাত সুরকার আলম খানের পুত্র আরমান খান এক দশকের বেশি সময় ধরে পেশাদার গানের সঙ্গে ছিলেন না। সেই আরমান খান এক দশক পর, নতুন গান প্রকাশ করলেন। ‘বন্ধু’ শিরোনামের গানটি গাওয়ার পাশাপাশি লেখা, সুর ও সঙ্গীতায়োজন তাঁর।