ইরাকি ভূখণ্ডের এক কিলোমিটার অভ্যন্তরে গারা পর্বতে ১০ ফেব্রুয়ারি তুরস্ক যে সামরিক অভিযান চালিয়েছিল কয়েকটি প্রেক্ষাপটে তা এখনো ব্যাপকভাবে বিতর্কিত হয়ে রয়েছে। কয়েকটি লক্ষ্য অর্জনের জন্যই এই মিশন পরিচালনা করা হয়েছিল। একটি লক্ষ্য ছিল ইরাকের উত্তর-পূর্বাঞ্চলের আবেগতাড়িত অবস্থান থেকে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে (পিকেকে) নির্মূল করা।