কাজাখস্তানে একটি অ্যান-২৬ সামরিক বিমান বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছেন। শনিবার রাজধানী নুর-সুলতান থেকে ছেড়ে যাওয়া বিমানটি আলমাটি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয়। এতে বিমানে থাকা ছয়জনের মধ্যে চারজন মারা যান।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রাশিয়ার ইন্টারফ্যাক্স সংবাদ সংস্থা জানিয়েছে, বিমানটি কাজাখস্তানের সীমান্তরক্ষী বাহিনীর মালিকানাধীন। এই বাহিনী দেশটির জাতীয় নিরাপত্তা কমিটির অংশ।