রাজবাড়ীতে তৃতীয় লিঙ্গের মানুষের উপর হামলা ও বসতবাড়ি ভাঙ্চুরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জেলার তৃতীয় লিঙ্গের বাসিন্দারা। আজ শনিবার সকালে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে সড়কে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে রাজবাড়ী, ফরিদপুর, মধুখালীর তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী।
পরে সেখান থেকে বের করা হয় একটি বিক্ষোভ মিছিল। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রাজবাড়ীর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে পথসভায় মিলিত হয়।পথসভায় উত্তরণ ফাউন্ডেশনের গোয়ালন্দ প্রতিনিধি ও তৃতীয় লিঙ্গের দলনেতা মাহিয়া মাহি, দৌলতদিয়া প্রতিনিধি চায়না, মধুখালী প্রতিনিধি পাপিয়া, ফরিদপুরে দলনেতা নিশিতা নিশি বক্তৃতা করেন।