গ্রীষ্মের শুরুতেই মশার উপদ্রব শুরু হয়েছে। সন্ধ্যা নামতে না নামতেই শুরু হয় মশার উৎপাত। দিনের বেলায়ও মশার আক্রমণ থেকে রেহাই মিলছে না। রাতে কয়েল, মশা মারার স্প্রে, মশারি কোনো কিছু দিয়েই মশার কামড় থেকে রেহাই মিলছে না। দুপুরে বিশ্রামের জন্য বিছানায় গেলেও রাতের মতো মশারি টানাতে হয়। মশার কামড়ে চিকুনগুনিয়া, ম্যালেরিয়া, ফাইলেরিয়া, ডেঙ্গুসহ মশাবাহিত নানা রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তবে মশা নিধনে তেমন কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। ঋতু পরিবর্তনের কারণে হঠাৎ করেই বেড়েছে মশার উপদ্রব। এ ছাড়া নিয়মিত ওষুধ না ছিটানো, ঝোপঝাড় পরিষ্কার না করা, ড্রেনে ময়লা-আবর্জনা জমে থাকাসহ মশার উপযুক্ত আবাসস্থল বৃদ্ধি পাওয়ার কারণে মশার উপদ্রব বাড়ছে।