কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরের গুরুতর আঘাত পাওয়া ডান কানে অস্ত্রোপচার শুরু হয়েছে। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর একটি হাসপাতালে কিশোরের অস্ত্রোপচার শুরু হয়েছে বলে জানিয়েছেন তাঁর বড় ভাই আহসান কবির।
আহসান কবির বলেন, কিশোরের কানের পর্দায় গর্তের মতো হয়ে গেছে। এই কান দিয়ে শুনতে হলে ভেতরে বিশেষ ধরনের হিয়ারিং এইড বসাতে হবে। অস্ত্রোপচারের মাধ্যমে আজ সেটি বসানো হবে। এর ছয় মাস পর চিকিৎসকেরা পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।
কারাগারে কিশোরের ডায়াবেটিস অনিয়ন্ত্রিত হয়ে পড়েছিল। আহসান কবির বলেন, ডায়াবেটিস কিছুটা নিয়ন্ত্রণের আসার পরে আজ চিকিৎসকেরা কানে অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে কিশোরের চোখে সমস্যা দেখা দিয়েছে। চোখে অস্ত্রোপচার করতে হবে।