কী চমক থাকছে নরেন্দ্র মোদির ঢাকা সফরে!

সারাক্ষণ শিবলী হাসান প্রকাশিত: ১৩ মার্চ ২০২১, ১২:৩৯

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ২৬ মার্চ দুই দিনের সফরে ঢাকা আসছেন। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরকে এক ভিন্নমাত্রায় রূপ দিতে এই সফরকে নিয়ে দুই দেশের পররাষ্ট্রসচিব ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যস্ত সময় কাটছে। নরেন্দ্র মোদির এই সফর চূড়ান্ত করতে গত ৪ মার্চ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এক দিনের ঝটিকা সফরে ঢাকা আসেন। প্রস্তুতির অংশ হিসেবে সফরের সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়। তবে দুই দেশের নাগরিকদের মাঝে এই সফর নিয়ে আলাদা আগ্রহের সৃষ্টি হয়েছে। এমনকি গণমাধ্যমেও নানামুখী বিশ্লেষণ হচ্ছে এই সফরকে ঘিরে। দুই দেশই এবারের সফরকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। কেননা সাম্প্রতিক সময়ে ভারত-বাংলাদেশ সম্পর্ক নানা গুঞ্জনের মধ্য দিয়ে যাচ্ছে। এনআরসি ইস্যুতে নানামুখী বক্তব্য, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে পাকিস্তানের অতি তৎপরতা, চীনের সঙ্গে বাংলাদেশের স্ট্র্যাটেজিক সম্পর্ক, প্যান্ডামিকের কারণে গত বছর নরেন্দ্র মোদির সফর স্থগিতসংক্রান্ত নানামুখী অপপ্রচার; এসব কিছু মিলিয়ে কিছুটা অস্বস্তিকর সময় পার করেছে দুই দেশ। তবে দুই দেশই চাইছে বন্ধুত্বমূলক সম্পর্ক একটা নতুন উচ্চতায় প্রতিষ্ঠিত হোক। আর তাই কোভিড মোকাবিলায় সহযোগিতার পাশাপাশি বাণিজ্য, বিদ্যুৎ, শক্তি, জলসম্পদ ও অন্যান্য বহুমাত্রিক ক্ষেত্র নিয়ে দুই দেশের পররাষ্ট্রসচিব গত ২৯ জানুয়ারির মিটিংয়ে আলোচনা করেছেন। এমনকি গত কয়েক দিন আগে এস জয়শঙ্কর স্পষ্টভাবে অমীমাংসিত কিছু বিষয় সমাধানের বিষয়ে বার্তা দিয়েছেন। আঞ্চলিক কানেক্টিভিটির ক্ষেত্রে দুই দেশের অর্থনীতি কীভাবে দ্রুত বিকাশমান হতে পারে, সে বিষয়েও আলোচনা হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us