পুত্র আইটি বিজ্ঞানী সজীব ওয়াজেদ জয়ের তত্ত্বাবধানে প্রধানমন্ত্রী এ সময়ের শ্রেষ্ঠ রাষ্ট্রনেতা শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়লেন বলেই যে কেউ এখন ফেসবুক-টুইটারে যে কারো বিরুদ্ধে যা-তা বলে বাহাবা কুড়ানোর সুযোগ পাচ্ছে। কী না বলছে, কী না লিখছে, তার কোনো বাছবিচার নেই। আবার এমন লোককে হিরো বানানোর চেষ্টা করা হচ্ছে, যার হওয়ার কথা দপ্তরি, তাকে বানানো হচ্ছে হেডমাস্টার।
এ নিয়ে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে গবেষণা হওয়া দরকার।
মুশতাক নামে একজন কারাভ্যন্তরে মৃত্যুবরণ করলে মিডিয়াজগতে তোলপাড় শুরু হয়। বলা হয়, মুশতাক আহমেদ আইসিটি অ্যাক্টের শিকার।