কৃষিকাজ ও কীটনাশক

প্রথম আলো সম্পাদকীয় প্রকাশিত: ১৩ মার্চ ২০২১, ১০:৫৩

বৃহস্পতিবার প্রথম আলোয় প্রকাশিত একটি প্রতিবেদনে ২০২০ সালে বাংলাদেশে মানুষের মৃত্যুর শীর্ষ ১০টি কারণ তুলে ধরা হয়েছে। দেখা যাচ্ছে, গত বছর সবচেয়ে বেশিসংখ্যক মানুষ মারা গেছেন হৃদ্‌রোগে। তাঁদের সংখ্যা ২ লাখ ২৩ হাজার ৬১২। দ্বিতীয় শীর্ষ কারণ মস্তিষ্কে রক্তক্ষরণ—৮৫ হাজার ৩৬০ জন। তৃতীয় শীর্ষ কারণ ক্যানসার। গত বছর ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৩ হাজার ১৩৪ জন।

গত বছরের ৮ মার্চ এ দেশে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ার পর থেকে আমরা এ মহামারির মধ্যেই বাস করছি। হৃদ্‌রোগ, মস্তিষ্কে রক্তক্ষরণ, ক্যানসার, শ্বাসতন্ত্রের রোগ, কিডনি রোগ ও ডায়াবেটিস—এ রোগগুলোর কারণে মানুষের মৃত্যু আগের বছরের তুলনায় নানা মাত্রায় বেড়েছে। সবচেয়ে বেশি বেড়েছে কিডনি রোগে মৃত্যু (১৬৪ শতাংশ), তারপরই আছে মস্তিষ্কের রক্তক্ষরণজনিত মৃত্যু (৮৮ শতাংশ)। ক্যানসারে মৃত্যুর হার বেড়েছে আগের বছরের তুলনায় ৩২ শতাংশ। মাত্র এক বছরের ব্যবধানে এই কয়েকটি রোগে মৃত্যুর হার এমন উচ্চ মাত্রায় বেড়ে যাওয়ার পেছনে করোনাভাইরাসের প্রভাব কতটা রয়েছে, তা গভীর গবেষণার বিষয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us