আধুনিক রাষ্ট্রব্যবস্থা সংবিধানভিত্তিক। কোথাও কোথাও রাজতন্ত্র রয়েছে বটে, কিন্তু সব রাজতন্ত্রই শুধু রাজা বা রানীর নিয়ন্ত্রণাধীন নয়। রাজতন্ত্রেও অবাধ গণতন্ত্র রয়েছে। অন্য দিকে গণতান্ত্রিক দেশেও গণতন্ত্র নেই। ব্রিটেন কাগজে কলমে একটি রাজতান্ত্রিক রাষ্ট্র, কিন্তু বাস্তবে রয়েছে অবাধ গণতন্ত্র। সেখানে লিখিত কোনো সংবিধান নেই, সে রাষ্ট্রের কনভেনশন অনেক বড় শক্তিশালী সংবিধান, যা মেনে চলতে রানী এলিজাবেথ নিজেও বাধ্য।