কালভার্ট নির্মাণে নিম্নমানের কাজ ঠেকালেন এলাকাবাসী
প্রকাশিত: ১২ মার্চ ২০২১, ১২:২৫
সড়কে কালভার্ট নির্মাণে নিম্নমানের উপকরণ ব্যবহার করা হচ্ছিল। এতে এলাকার লোকজনের সন্দেহ হয়। তাঁরা বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের জানান। পরে জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে সংশ্লিষ্ট ঠিকাদারের নিয়োজিত লোকদের কাজ বন্ধ রাখতে বলেন। এরপর কাজটি বাস্তবায়নের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লোকজন নিম্নমানের উপকরণ সরিয়ে নতুন করে ঢালাইকাজ করার জন্য ঠিকাদারকে নির্দেশ দেন। বৃহস্পতিবার মৌলভীবাজারের জুড়ী উপজেলার জুড়ী-লাঠিটিলা সড়কের নয়াবাজার এলাকায় এ ঘটনা ঘটে।