অতীতের সব রেকর্ড ভেঙে কাঁচা পাটের দাম আকাশ ছুঁয়েছে। গত মাসে একপর্যায়ে প্রতি মণ কাঁচা পাটের দাম সাত হাজার টাকা ছুঁয়েছিল। বর্তমানে কিছুটা কমলেও বিক্রি হচ্ছে ৫ হাজার ৮০০ থেকে ৬ হাজার টাকায়। পাটের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে ইতিমধ্যে অর্ধশতাধিক পাটকল বন্ধ হয়ে গেছে। অনেক পাটকলমালিক তিন শিফটের পরিবর্তে এক শিফটে উৎপাদন চালাচ্ছেন। ছয় দিনের পরিবর্তে পাঁচ দিন উৎপাদন চালিয়েও টিকে থাকার চেষ্টা করছেন কোনো কোনো উদ্যোক্তা।
বেসরকারি পাটকলমালিকেরা বলছেন, কাঁচা পাটের দাম দ্বিগুণের বেশি হয়ে গেছে। পাটপণ্যের দামও আনুপাতিক হারে বেড়েছে। বিদেশি ক্রেতারা এত দাম দিতে রাজি নয়। ফলে ক্রয়াদেশ কমেছে। ক্রেতাদের অনেকে পাটের বিকল্প পণ্যের দিকে ঝুঁকছে। তাই কাঁচা পাটের দাম নিয়ন্ত্রণে শিগগিরই সরকারের কার্যকর উদ্যোগ প্রয়োজন। দীর্ঘমেয়াদি নীতি-সহায়তাও দিতে হবে। অন্যথায় বেসরকারি পাট খাতের ভবিষ্যৎ অন্ধকার।