কন্যাসন্তান জন্ম দেয়ায় শ্বশুরবাড়ি ঠাঁই হলো না রোকসানার
প্রকাশিত: ১২ মার্চ ২০২১, ০৮:৪৮
কন্যাসন্তান জন্ম দেয়ায় এক নারীকে বাড়িতে উঠতে না দিয়ে তাড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১১ মার্চ) গাইবান্ধার সাদুল্লাপুরের নলডাঙ্গা ইউনিয়নের ঘোরামারা গ্রামে এ ঘটনা ঘটে।
গতকাল সন্ধ্যায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে নবজাতকসহ ওই নারীকে উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে তার শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছেন।