মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়া নিয়ে অধীর চৌধুরীর আক্রমণাত্মক মন্তব্য থেকে বৃহস্পতিবার দূরত্ব বাড়িয়েছিল কংগ্রেস। তার কয়েক ঘণ্টার মধ্যে দেখা গেল, অধীরের বদলে লোকসভায় কংগ্রেসের দলনেতার পদে আনা হয়েছে পাঞ্জাবের লুধিয়ানার সাংসদ রভনীত সিং বিট্টুকে! অধীরকে সরানোর কারণ হিসেবে বলা হয়েছে, বাংলার ভোটের জন্য প্রদেশ কংগ্রেস সভাপতি অধীরকে রাজ্যে অনেক বেশি সময় দিতে হচ্ছে। তাই তাঁকে লোকসভার দলনেতার পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। কংগ্রেসের একটি সূত্রের দাবি, বাংলার ভোট মিটে গেলেই অধীরকে আবার ওই পদে ফিরিয়ে নেওয়া হবে।