হাসপাতালে ভর্তি তৃণমূলনেত্রী মমতা, পিছিয়ে গেল দলের নির্বাচনী ইস্তাহার প্রকাশ
প্রকাশিত: ১১ মার্চ ২০২১, ১২:৩২
স্থির ছিল, শিবরাত্রির দিন কালীঘাট থেকে দলের নির্বাচনী ইস্তাহার প্রকাশ করবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নন্দীগ্রাম সফরে বুধবার মমতার আহত হওয়ায় ঘটনায় সে পরিকল্পনা আপাতত স্থগিত। আহত মুখ্যমন্ত্রীর ঠিকানা বর্তমানে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ড। ফলে পিছিয়ে গেল শিবরাত্রির দিন অর্থাৎ বৃহস্পতিবার তাঁর দলের নির্বাচনী ইস্তাহার প্রকাশের কর্মসূচিও। কবে তা প্রকাশিত হবে, তা নিয়ে দলের তরফে নিশ্চিত করে কিছু জানানো হয়নি।
তৃণমূল সূত্রে খবর, নেত্রীর স্বাস্থ্যের কথা মাথায় রেখে নির্বাচনী ইস্তাহার প্রকাশের কর্মসূচি পিছিয়ে দেওয়া হয়েছে। কবে তা প্রকাশিত হবে, মমতার সঙ্গে কথা বলেই তা স্থির করা হবে। তবে আগামী সপ্তাহে ইস্তাহার প্রকাশ করার সম্ভাবনা রয়েছে বলে তৃণমূল সূত্রে খবর।