মেহেরপুরের গাংনীর তেরাইল গ্রামে গোপনে গড়ে তোলা হয়েছে পঙ্গু চিকিৎসালয়। নিয়মিত রোগী ভর্তি করে চিকিৎসা দিচ্ছেন এক অশিক্ষিত যুবক ও তার শাশুড়ি। এতে প্রতারিত হচ্ছেন এলাকার নিরীহ মানুষ। বিশেষজ্ঞদের মতে এটা কোনো চিকিৎসা নয় বরং প্রতারণার ফাঁদ।
গাংনীর তেরাইল বাজারের ৫০০ গজ দূরে কৃষক বকুল ও গৃহবধূ মর্জিনার বাড়ি। পাশেই একটি টিনের খুপড়ি ঘর। দেখে বোঝার উপায় নেই এটি বসতবাড়ি নাকি কোনো গুদাম।