হেডফোনের বিশাল বাজার দখলে দৃষ্টি অ্যাপলের

বণিক বার্তা প্রকাশিত: ১১ মার্চ ২০২১, ০৯:২৮

এয়ারপডস দিয়ে একটি সময় বাজার দখল করা অ্যাপল ইনকরপোরেটেড এবার সাড়ে ৩ হাজার কোটি ডলারের হেডফোনের বাজারে পুনরায় হানা দিতে চলেছে ৫৪৯ ডলার মূল্যের এয়ারপডস ম্যাক্স এবং এর মাধ্যমে বোস করপোরেশন ও ওলাফসেন এ/এস-এর মাথাব্যথার কারণ হয়ে উঠতে পারে আমেরিকান বিশ্বখ্যাত এ কোম্পানিটি। খবর ব্লুমবার্গ।

সিলিকন ভ্যালির এ জায়ান্ট তাদের উন্নত গ্যাজেট নিয়ে বাজারে আসছে, প্রতিষ্ঠিত অডিও স্পেশালিস্টদের হটিয়ে যে বাজারটি এখন নিয়ন্ত্রণ করছে স্মার্টফোন নির্মাতারা। এয়ারপড ভীষণ জনপ্রিয়তা পাওয়ার পর এবার ওভার-ইয়ার নকশায় তারা বাজারে এনেছে এয়ারপডস ম্যাক্স হেডফোন, যা অডিও সাউন্ডের ক্ষেত্রে দারুণ উংকর্ষ নিয়ে এসেছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us