আবহাওয়া অফিস পূর্বাভাসে জানিয়েছে, দেশের ১৪ অঞ্চলের উপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার (কিমি) বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পাশাপাশি বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।
আজ বুধবার রাতে এক পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর এমন তথ্য জানায়। এতে আরও বলা হয়েছে, কুষ্টিয়া, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু-এক জায়গায়সহ পাবনা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুরে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে।