দিদিমা ভুলটা বোঝেননি, বোঝার কথাও নয়। কারণ আদুরে খোকা রাহুলের কাকা সঞ্জয় দিদিমার চোখ অন্ধ ও কান বধির করে রেখেছিলেন। দুর্বিনীত ছেলেরা বহু মা এবং বহু রাষ্ট্রের সর্বনাশ করেছেন।
দিদিমা যখন ভুলটা করেন কিংবা কাকা ও তার সাঙ্গাতরা যখন তাকে দিয়ে এ কাজটা করান, এ অপকর্ম করতে আরও দম দেন চিত্তরঞ্জন দাসের নাতি, পশ্চিমবঙ্গের পঞ্চম মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শংকর রায়। তখন রাহুলের বয়স বড়জোর পাঁচ বছর।