ব্রিটিশ রাজপরিবার ছেড়ে যাওয়া হ্যারি-মেগান দম্পতির সিবিএস নিউজে সাক্ষাৎকার নিয়ে মন্তব্য করে বিদায় নিতে হলো আইটিভির উপস্থাপক পিয়ার্স মর্গানকে। আইটিভির ‘গুড মর্নিং ব্রিটেন’ শোর উপস্থাপক ছিলেন তিনি। খবর রয়টার্সের।