ছবিটি ছাপা হয়েছে প্রথম আলোতে। অসহায় এক মুখ, কাঁচা-পাকা দাড়ি, চোখের কোনায় জল, মুখের প্রতিটি রেখায় কষ্ট আর অসহায়ত্বের ছাপ। ছবি যে লেখার চেয়ে অনেক বেশি শক্তিশালী, ছবি যে কথা বলে, সেই ছবিটি তার প্রমাণ। দীর্ঘ ১০ মাস পর কারাগার থেকে মুক্ত হয়ে নিজের ওপর চলা নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন কিশোর। কে জানে কান্নাটা তাঁর বুকের গভীরে হয়তো জমাট বাঁধাই ছিল বহুদিন ধরে। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, কিশোর প্রাণ নিয়ে ফিরতে পেরেছেন। মুশতাকের ভাগ্যে সেটি ঘটেনি।
৬ বার জামিন নাকচের পর ১০ মাস কারাগারে কাটিয়ে কিশোর যখন মুক্ত হলেন, তখন ডেইলি স্টার-এর সাংবাদিককে দেওয়া সাক্ষাৎকারে তাঁর প্রথম বাক্যটি ছিল, ‘আমার কাছে এলে পাবেন পুঁজের দুর্গন্ধ।’ কিশোরের ওপর নির্যাতনের তীব্রতা বোঝার জন্য এই একটি বাক্যই যথেষ্ট ছিল। এরপর পুরো সাক্ষাৎকারটি পড়লেই দেখা যায়, কী ভয়াবহ নির্যাতনের ভেতর দিয়ে গেছেন মানুষটি।