পূর্ব ইউরোপ ও লাতিন আমেরিকার নারীরা যৌন আবেদনময়ী ও ডেটিং ভালোবাসে৷ অন্যদিকে পশ্চিম ইউরোপের নারীরা রাজনীতি বা খেলাধুলার সঙ্গে যুক্ত৷ গুগলে দেশ ধরে নারীদের ছবি খোঁজা হলে কারো মনে এমন ধারণাই জন্মাবে৷ যেকোন কিছু জানতে বা ছবি দেখতে সচরাচর মানুষ গুগলে অনুসন্ধান করেন৷ নারীদের ছবি অনুসন্ধানের ক্ষেত্রে সার্চ ইঞ্জিনটির অ্যালগরিদম কেমন সেটি জানতে ২০ হাজার ছবি ও ওয়েবসাইটের তথ্য বিশ্লেষণ করেছে ডয়চে ভেলে৷ তাতে গুগলের অ্যালগরিদমের কিছু একপাক্ষিক আচরণ লক্ষ্য করা গেছে৷
ইমেজ বা ছবি অনুসন্ধানের ক্ষেত্রে ‘ব্রাজিলিয়ান উইমেন’, ‘থাই উইমেন’ অথবা ‘ইউক্রেনিয়ান উইমেন’ লিখে সার্চে নারীদের যে ফলাফল আসে বা তাদেরকে যেভাবে উপস্থাপন করা হয় তা ‘আমেরিকান উইমেন’ বা ‘জার্মান উইমেন’ এর সার্চের ফলাফলের চেয়ে আলাদা৷