খুলনার দাকোপ উপজেলা সুস্বাদু তরমুজের জন্য বিখ্যাত। তরমুজ চাষ করে অল্প সময়ে বেশি লাভ পাওয়া যায়। তাই তরমুজ চাষে অনেক কৃষক ঝুঁকছেন। গত বছরের চেয়ে এবার দ্বিগুণ জমিতে তরমুজের আবাদ হচ্ছে। এবারপতিত জমিতে প্রথমবারের মতো তরমুজ চাষে নেমেছেন অনেক চাষি। উপজেলাজুড়ে এখন চলছে তরমুজ আবাদের মহাযজ্ঞ।
দাকোপ, বটিয়াঘাটা ও ডুমুরিয়ার অন্তত ২০টি গ্রামের যত দূর চোখ যায় তত দূর পর্যন্ত শুধু তরমুজের খেত। ৪ ও ৫ মার্চ এসব গ্রামে গিয়ে দেখা গেছে, বেশির ভাগ জমিতে বীজ রোপণ করা হয়ে গেছে। কিছু জমিতে এখন বীজ রোপণের কাজ চলছে। কোথাও আবার চারা বাড়তে শুরু করেছে। সার, পানি ও কীটনাশক ছিটানোয় ব্যস্ত সময় পার করছেন কিষান-কিষানিরা।