বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদীর ডান তীর সংরক্ষণ প্রকল্পের মেরামত কাজে নতুন জিও বস্তার পরিবর্তে পুরাতন বস্তা ব্যবহারের অভিযোগে উঠেছে। এতে বিক্ষুব্ধ স্থানীয়রা কাজটি বন্ধ করে দিয়েছেন।
সোমবার (৮ মার্চ) সকালের দিকে যমুনা নদীর ভান্ডারবাড়ি ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
বগুড়া পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, যমুনা নদীর ভাঙনরোধে ২০১১ সালে উপজেলার ভুতবাড়ি গ্রাম থেকে বরইতলী পর্যন্ত প্রায় ৩০০ মিটার এলাকায় ডান তীর সংরক্ষণ প্রকল্পের কাজ করা হয়। এতে ব্যয় হয়েছে প্রায় ৩৪ কোটি টাকা। গত ১ ফেব্রুয়ারি ওই প্রকল্পের ভান্ডারবাড়ি চেয়ারম্যান বাড়ির সামনে প্রায় ৮০ মিটার অংশ ভেঙে যমুনা নদীগর্ভে বিলীন হয়। পানি উন্নয়ন বোর্ড তীর সংরক্ষণ প্রকল্পের ভাঙন স্থানে জরুরি মেরামত কাজের জন্য মেসার্স এইচ আর কনস্ট্রাকশন নামের ঠিকাদার প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেয়। গত ১২ ফেব্রুয়ারি থেকে প্রকল্প এলাকার কাজ শুরু করা হয়। এই মেরামত কাজের জন্য প্রাথমিক ব্যয় ধরা হয়েছে ১০ লাখ টাকা। বালু ও সিমেন্টের মিশ্রণ বস্তায় ভরে ভাঙন স্থানে দেড় হাজার বস্তা ফেলার কথা রয়েছে। পরে জিও চট বিছিয়ে তার ওপর সিসি ব্লক স্থাপন করা হবে।