দিনাজপুরে প্রায় দুই শ অবৈধ ইটভাটা রয়েছে বলে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সামিউল আলম কুরশি জানিয়েছেন। সামিউল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ জেলার ১৩ উপজেলায় ২৩০টি ইটভাটা রয়েছে। তার মধ্যে ৪২টির পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র আছে। অন্য ১৮৮টির নেই।”
তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে তিনি বলেন, “গত বছর অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালানো হয়। ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইনে ১৫টি ভাটামালিককে ৫৫ লাখ টাকা জরিমানা করা হয়। পরিবেশ দূষণকারী সনাতন পদ্ধতির ২০টি ভাটা ভেঙে দেওয়া হয়।