ক্লাউডে চ্যাটিং ব্যাকআপের জন্য পাসওয়ার্ড সুরক্ষা ফিচার আনতে কাজ করছে ফেইসবুক মালিকানাধীন হোয়াটসঅ্যাপ। এতে করে চ্যাটিং ব্যাকআপ এনক্রিপ্টেড হয়ে থাকবে, এবং শুধু ব্যবহারকারীই সেগুলো দেখতে পাবেন।
বর্তমানে হোয়াটসঅ্যাপ চ্যাট এন্ড-টু-এন্ড এনক্রিপশন দিয়ে সুরক্ষিত। কিন্তু এ সুরক্ষা গুগল ড্রাইভ এবং অ্যাপল ক্লাউডে থাকা ব্যাকআপের বেলায় খাটে না। ডব্লিউএবেটাইনফো সোমবার হোয়াটসঅ্যাপের ক্লাউড ব্যাকআপ এনক্রিপশন নিয়ে কাজ করার খবর জানিয়েছে।