সংযুক্ত আরব আমিরাতে ‘ভূতের গ্রাম’ নামে পরিচিত একটি এলাকা আছে, পরিত্যাক্ত ওই এলাকার নাম আল জাজিরাহ আল হামরা। সেখানে সমুদ্র নিকটবর্তী একটি দ্বীপ ৫৩ বছরেরও বেশি সময় ধরে প্রায় জনমানবশূন্য ও পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।
আমিরাতের রাস আল খাইমাহ প্রদেশে অবস্থিত এ দ্বীপটিকে স্থানীয় লোকজন ‘ভূতের গ্রাম’ হিসেবেই চেনেন। বাংলায় অনেকে ‘লাল দ্বীপ’ বলেন। এখানকার বহু বছরের পুরনো ঘরবাড়ি আর ধ্বংসস্তুপগুলোতে মিশে আছে রহস্যময় নানা ঘটনা আর গল্প।