নাগর নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন, হুমকিতে আবাদি জমি
প্রকাশিত: ০৯ মার্চ ২০২১, ০৯:৩০
গুড়ার নন্দীগ্রাম উপজেলার নাগর নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব চলছে। বালু উত্তোলনের ফলে নদী-তীরবর্তী আবাদি জমি ও রাস্তা ভাঙনের হুমকিতে পড়ছে। জানা গেছে, নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নে সীমান্তবর্তী নাগর নদীর জোরদাহ ও পবনাতলা এলাকায় বুলবুল হোসেন,
জয়নালসহ কয়েকজন ব্যবসায়ী শ্রমিক দিয়ে বালু ও মাটি কেটে অবাধে হাজার হাজার টাকার অবৈধ ব্যবসা করছেন। আর বালু বা মাটি বিক্রির জন্য তাঁরা সরকারের কাছ থেকে কোনো অনুমতিও নেননি। বালু কাটার ফলে ওই এলাকার আবাদি জমি হুমকিতে পড়ছে।