২০ কোটিতে প্রকৌশলীর দায়মুক্তি, নজর রাখবেন হাইকোর্ট
প্রকাশিত: ০৯ মার্চ ২০২১, ০৯:০৪
হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের মহাপরিচালক প্রকৌশলী আশরাফুল আলম ও তার স্ত্রীকে নিয়ে দৈনিক ইনকিলাবে প্রকাশিত প্রতিবেদন এবং ঘটনা অনুসন্ধান করার জন্য বলেছেন হাইকোর্ট। আদালত পর্যবেক্ষণে রাখবেন এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) কী পদক্ষেপ নেন।
সোমবার (৮ মার্চ) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দিন শামীমের ভার্চুয়াল বেঞ্চ এমন কথা বলেছেন। এদিন আদালতে শুনানিতে ছিলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক, সহকারী অ্যাটর্নি জেনারেল আন্না খানম কলি।